এনটিআরসিএ ৫০ হাজার পদে চতুর্থ গণবিজ্ঞপ্তি, কমছে আবেদন ফি বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এনটিআরসিএ আরও জানিয়েছেন ইতোমধ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তৈরির কার্যক্রম শুরু করেছে এনটিআরসিএ সংশ্লিষ্টরা। চতুর্থ গণবিজ্ঞপ্তিতে কত পদের বিপরীতে বিজ্ঞপ্তি দেওয়া হবে তা নিয়ে হিসাব-নিকাশ চলছে। তবে অর্ধ লাখ (৫০ হাজার) শিক্ষক পদের বিজ্ঞপ্তি হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই সংখ্যা ৫০,০০০ থেকেও আরও বেশি হতে পারে বলে জানিয়েছেন এনটিআরসিএ কর্তৃপক্ষ।
এনটিআরসিএ ৪র্থ গণবিজ্ঞপ্তি ২০২১
এ বিষয়ে এনটিআরসিএ সচিব ড. এ টি এম মাহবুব-উল করিম গণমাধ্যমকে বলেন, ‘আশা করছি আগামী তিন মাসের মধ্যে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ইতোমধ্যে আমরা এ বিষয়ে যাবতীয় কার্যক্রম শুরু করেছি।’
চতুর্থ গণবিজ্ঞপ্তিতে পদের সংখ্যা কত হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তৃতীয় গণ নিয়োগ বিজ্ঞপ্তিতে ৮ হাজার ৪৪৮টি পদে কোনো আবেদন না পাওয়ায় এবং ৬ হাজার ৭৭৭টি নারী কোটায় প্রার্থী না পাওয়ায় মোট ১৫ হাজার ৩২৫টি পদে ফলাফল দেয়া সম্ভব হয়নি। এ পদগুলো চতুর্থ গণবিজ্ঞপ্তিতে যোগ করা হবে। আর এখন পর্যন্ত আমরা প্রায় ৩৫ হাজার শূন্য পদের চাহিদা পেয়েছি। বলা যায় সবমিলিয়ে আবারও অর্ধলাখ শূন্য পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেয়া হবে। তবে এ পদের সংখ্যা কম-বেশি হতে পারে।’
এনটিআরসিএ চতুর্থ গণবিজ্ঞপ্তি ২০২১ – পিডিএফ ডাউনলোড
এনটিআরসিএ চতুর্থ গণবিজ্ঞপ্তির আবেদন ফি কমছে
তৃতীয় গণবিজ্ঞপ্তির মতো চতুর্থ গণবিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগের কোনো পরিবর্তন না এলেও আবেদন ফির পরিমাণ কমানো হচ্ছে। আগে প্রতি স্কুলে আবেদনের জন্য ১৮০ টাকা লাগলেও এখন চতুর্থ গণবিজ্ঞপ্তিতে একজন প্রার্থীকে দিতে হবে ১০০ টাকা। একজন প্রার্থী ইচ্ছা মতো আবেদন করতে পারেন। প্রার্থী প্রথমে বিভাগ, তারপর জেলা এবং উপজেলায় প্রবেশ করে আবেদন করতে পারবেন। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ১০০ টাকা করে লাগবে।
এনটিআরসিএ চতুর্থ গণবিজ্ঞপ্তির কিভাবে আবেদন করবেন?
- এনটিআরসিএ ৪র্থ গণ বিজ্ঞপ্তি ২০২১ এর আবেদন করতে হলে প্রথমে আপনাকে ngi.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- তারপর আপনি নিয়োগ চক্র ৪ তে ক্লিক করবেন।
- এখন আপনার সকল তথ্য দিয়ে সাবমিট করবেন।
- আপনার আবেদন সম্পূর্ণ হয়েছে।
* আপনার আবেদন অন্য পৃষ্ঠায় প্রদর্শিত হবে
অনলাইনে আবেদনের লিঙ্কঃ ngi.teletalk.com.bd
রিলেটেড সার্চঃ
এনটিআরসিএ চতুর্থ গনো বিগপত্তি ২০২১, এনজিআই ৪ র্থ পাবলিক নোটিস ২০২১, http://ngi.teletalk.com.bd/, এনটিআরসিএ এনজিআই টেলিটক আবেদন ২০২১, এনটিআরসিএ ৪ মেধা তালিকা নিয়োগ সম্পর্কিত নোটিশ ২০২১, এনজিআই টেলিটক আবেদন 2021, এনটিআরসিএ 4 র্থ পাবলিক ই আবেদন 2021, http://ngi.teletalk.com.bd/ntrca/app/, www.ngi.teletalk.com.bd 2021 আবেদন করুন, এনটিআরসিএ 4 র্থ ই-অ্যাপ্লিকেশন 2021, এনটিআরসিএ মেধা তালিকা চক্রের 2021 এর চতুর্থ ধাপ 4, এনটিআরসিএ মেরিট চক্রের তালিকা ৪, এনটিআরসিএ ৫০ হাজার পদে চতুর্থ গণবিজ্ঞপ্তি