জাতীয় বিশ্ববিদ্যালয় করোনা টিকা রেজিষ্ট্রেশন (তথ্য ও আবেদন ফরম) প্রকাশ। জাতীয় বিশ্ববিদ্যালয় টিকা রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় জা.বি. করোনা ভ্যাকসিন রেজিষ্ট্রেশন শুরু হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোভিড-১৯ ভেকসিন রেজিষ্ট্রেশনের জন্য গত ৮ জুলাই বিজ্ঞপ্তি প্রকাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ জুলাই ২০২১ ইং পর্যন্ত। নির্ধারিত সময়সীমার মধ্যে ছাত্র ছাত্রীদেরকে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে যন এর আগে আবেদনের সময়সীমা ছিল ১২ জুলাই ২০২১ ইং পর্যন্ত। কারিগরি সার্ভার সমস্যা থাকার কারনে রেজিষ্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। রেজিষ্ট্রেশনের সময়সীমা শেষ হওয়ার পর জা.বি. পরবর্তী করণীয় সম্পর্কে বিজ্ঞপ্তি প্রকাশ করবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় করোনা টিকা রেজিষ্ট্রেশন
জাবি করোনা ভাইরাস ভ্যাকসিন রেজিষ্ট্রেশনের জন্য http://103.113.200.29/student_covidinfo/ নামের একটি নতুন ওয়েবসাইট চালু করেছে। এই ওয়েবসাইটের মাধ্যমেই ছাত্র ছাত্রীদেরকে নিবন্ধন করতে হবে।
যে সকল শিক্ষার্থী টিকা রেজিষ্ট্রেশন করতে পারবেন?
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা করোনা টিকার জন্য রেজিষ্ট্রেশন করতে পারবেন। অনার্স, মাস্টার্স, ডিগ্রী পাস কোর্স, প্রফেশনালস ও অন্যান্য সকল শিক্ষার্থীরা টীকার জন্য রেজিষ্ট্রেশন করতে পারবেন। সকল বর্ষের নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীদেরকে ভ্যাকসিনের আওতায় আনবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের এক নোটিশ এ বলেন জাবি করোনা ভাইরাস ভ্যাকসিন রেজিষ্ট্রেশনের জন্য http://103.113.200.29/student_covidinfo/ এই ওয়েবসাইট এর মাধ্যমেই ছাত্র ছাত্রীদেরকে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
সাধারন নির্দেশনা:-
ভ্যাকসিন রেজিষ্ট্রেশনের জন্য প্রয়োজনীয় তথ্য
জাতীয় বিশ্ববিদ্যালয় করোনা টিকা রেজিষ্ট্রেশন করার জন্য শিক্ষার্থীদেরকে নিজ নিজ তথ্য প্রদান করতে হবে। প্রয়োজনীয় তথ্য প্রদান করে আবেদন ফরমটি সাবমিট করলেই রেজিষ্ট্রেমন সম্পন্ন হবে। চলুন দেখে নেয়া যাক কি কি তথ্য প্রয়োজন জাতীয় বিশ্ববিদ্যালয়ের করোনা ভ্যাকসিন রেজিষ্ট্রেশনের জন্য।
- রেজিষ্ট্রেশন নম্বর (রেজিষ্ট্রেশন কার্ড অনুসারে)
- শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নম্বর।
- একটি সচল মোবাইল নম্বর।
- ইতোমধ্যেই শিক্ষার্থী ভ্যাকসিন গ্রহণ করেছে কি না।
- শিক্ষার্থী কোন আবাসিক থাকেন কি না (কোন হল, মেস ইত্যাদি)।

জাতীয় বিশ্ববিদ্যালয় টিকা রেজিষ্ট্রেশনের পদ্ধতি
১। প্রথমেই নিবন্ধের অফিসিয়াল ওয়েবসাইট http://103.113.200.29/student_covidinfo/ ভিজিট করন। (Click Here).
২। আপনার অনার্স/ মাস্টার্স/ ডিগ্রী/ প্রফেশনাল/ অন্যান্য রেজিষ্ট্রেশন নম্বরটি লিখুন।
৩। পরের ধাপে প্রবেশ করুন। আপনি আপনার সকল তথ্য দেখতে পাবেন।
৪। আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বর লিখুন।
৫। আপনি ইতোমধ্যে করোনা ভ্যাকসিন গ্রহণ করলে ’হ্যাঁ’ নির্বাচন করুন। ভ্যাকসিন গ্রহণ না করে থাকলে ‘না’ নির্বাচন করুন।
৬। আপনি আবাসিক হলে বা আবাসিক শিক্ষার্থী হলে তার তথ্য দিন।
৭। অন্যান্য প্রয়োজনীয় তথ্য প্রদান করুন।
৮। সকল তথ্য সঠিক হলে সাবমিট করুন এবং কাগজটি প্রিন্ট করে নিজের কাছে রাখুন।
এ ছাড়া গত ১৭ মের অফিস আদেশ মোতাবেক জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক/গবেষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা গ্রহণসংক্রান্ত তথ্যাবলি www.nubd.info/college এ লগইন করে কলেজ প্রোফাইলে জরুরি ভিত্তিতে অনলাইনে পাঠাতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। এ পর্যন্ত যেসব কলেজ যথাযথ তথ্য কলেজ প্রোফাইলে সাবমিট করেনি, তাদের অনতিবিলম্বে তথ্য দিতে বলা হয়েছে।
আবেদনের শেষ তারিখ: জুলাই ১৯, ২০২১ ইং
অফিশিয়াল ওয়েবসাইটঃ nu.ac.bd এবং www.nubd.info.
রিলেটেড সার্চঃ
শিক্ষার্থীদের করোনা টিকা কার্ড আবেদন, জাতীয় বিশ্ববিদ্যালয় করোনা টিকা প্রদানের তারিখ ও সময়।
টিকার জন্য তথ্য জমা দিতে গিয়ে ভুল করেছি। কোন সমস্যা হবে?