মেডিকেল (এমবিবিএস) ভর্তি পরীক্ষার ফলাফল ২০২১ প্রকাশিত হয়েছে এবং আমাদের ওয়েবসাইট এ শেয়ার করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) কর্তৃপক্ষের থেকে আপনার মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল ২০২১ পাওয়ার জন্য সঠিক জায়গায় আছেন। ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল রাত ৮টায় প্রকাশ করা হয়েছে। মেধা ও পছন্দের ভিত্তিতে দেশের সকল সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে চার হাজার জন বা আরও বেশি শিক্ষার্থীকে নির্বাচিত করেছে স্বাস্থ্য অধিদফতর। অপেক্ষমান তালিকায় রাখা হয় ৫০০ জন বা আরও কয়েকজনকে।
২ এপ্রিল সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা হয়েছে এক ঘণ্টায়।
সারা দেশে ১ লাখ ২২ হাজার ৭৬১ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেওয়ার আবেদন করেছিলেন, তার মধ্যে ঢাকা মহানগরের ১৫টি কেন্দ্রে পরীক্ষার্থ ছিলেন ৪৭ হাজার। দেশের ৪৭টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৪ হাজার ৩৫০টি। আর ৭০টি বেসরকারি মেডিকেল কলেজে আরও ৬ হাজার ৩৪০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
সুতরাং আপনি সহজেই আমাদের ওয়েবসাইটে এই পোস্ট থেকে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল সংগ্রহ করতে পারবেন। মেডিকেল এমবিবিএস ভর্তি ফলাফল ডাউনলোড লিঙ্ক এই পোস্টে পাওয়া যাবে।
মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল ২০২১
এমবিবিএস ভর্তি এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য
- পরীক্ষার তারিখ: ০২ এপ্রিল ২০২১ ইং
- সময়: ১০.০০ এএম – ১১.০০ এএম
- পরীক্ষার ধরণ: এমসিকিউ
- মোট প্রার্থী: ১,২২,৭৬১
আরও দেখুনঃ মেডিকেল (এমবিবিএস) ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২১
অনলাইনে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল ২০২০-২০২১ দেখুন এখান থেকেঃ
মেডিকেল ভর্তির ফলাফল কীভাবে পাবেন
- 1. নীচের ফলাফল লিঙ্কে ক্লিক করুন
- 2. তারপরে আপনার রোল নং রাখুন
- ৩. সর্বশেষ ক্লিক করুন ফলাফল বোতামে
- ৪. এবং ফাইনালি ফলাফল পান
ফলাফলের লিঙ্ক: result.dghs.gov.bd/mbbs
মোবাইলে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল দেখার পদ্ধতি
মোবাইলে মেডিকেলের ফলাফল জানার জন্যে এস.এম.এস করার কোন প্রয়োজন নেই। যারা উত্তীর্ণ হয়েছে তাদের আবেদন করার সময় প্রদত্ত মোবাইল ফোন নম্বরে স্বয়ংক্রিয়ভাবে টেলিটক থেকে ওয়েলকাম জানিয়ে ফলাফল পৌঁছে যাবে।
মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল ২০২১ সংক্রান্ত বিজ্ঞপ্তি নিচে তুলে দেওয়া হলোঃ
মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল পূণঃ নিরীক্ষার আবেদন পদ্ধতি
টেলিটক অপারেটর এর যে কোন প্রিপেইড সিম ব্যবহার করে আবেদন করা যাবে। আবেদন ফি ১০০০ (এক হাজার) টাকা। আবেদনের প্রক্রিয়া নিচে তুলে দেওয়া হলোঃ
মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে লিখুনঃ
১ম SMS: DGHS<Space>RSC<Space>Roll Number এর পর পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
ফিরতি SMS এ একটি পিন নম্বর পাবেন।
২য় SMS: DGHS<Space>RSC<Space>Yes<Space>Pin Number
এবং পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে। এরপর আপনার নম্বর থেকে ফি বাবদ এক হাজার টাকা কেটে নেওয়া হবে এবং ফিরতি SMS এ ফি জমা বাবদ প্রাপ্তি স্বীকার SMS পাবেন।
সম্পর্কিত অনুসন্ধান:
মেডিকেল পরীক্ষার ফলাফল, MBBS পরীক্ষার ফলাফল প্রকাশ, মেডিকেল পরীক্ষার ফল pdf
যোগাযোগঃ
আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন
অবহিত করুন: bn.shahure.com
ই-মেইল: shahure.com@gmail.com
যোগাযোগ: 01320652739
মিরপুর, ঢাকা, বাংলাদেশ