৪৪ তম বিসিএস এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। বিজ্ঞপ্তি টি প্রকাশিত হয়েছে www.bpsc.gov.bd অফিশিয়াল ওয়েবসাইটে। বিসিএস এর মূলনীতি ও পরিচালনা পরিষদ বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক নির্ধারিত হয়। বিসিএস এর ক্যাডার সংখ্যা হল ২৬ টি। বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি সম্প্রতি ১ টি পদে মোট ৪০৯ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নোটিশ এ বলা হয়েছে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের জুনিয়র কনসালটেন্ট পদের বিজ্ঞপ্তি।
৪৪ তম বিসিএস এর নিয়োগ বিজ্ঞপ্তি
সংস্থার নাম: বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি)
পরীক্ষার নাম: ৪৪ তম বিসিএস পরীক্ষা ২০২১
সাধারণ ক্যাডার: ৪৪৯ (কম বা কম)
কারিগরি ক্যাডার: ৪৮৫ (কম বা কম)
সাধারণ শিক্ষা ক্যাডার: ৪০১ (কম বা কম)
সহকারী শিক্ষক প্রশিক্ষক: ২০ জন
বিসিএস (কারিগরি) – ৩৫৫ জন
মোট শূন্যপদ: ৪৪৯+ ৪৮৫+ ৪০১+ ২০+ ৩৫৫= ১৭১০
৪৪ তম বিসিএস এমসিকিউ পরীক্ষার তারিখ: ২৭ মে, ২০২২ [সম্ভাব্য]
৪৪ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার নম্বর বণ্টন ও সিলেবাস ২০২১ঃ
১। বাংলা ভাষা ও সাহিত্য- ৩৫
২। English Language and Literature- 35
৩। বাংলাদেশ বিষয়াবলি- ৩০
৪। আন্তর্জাতিক বিষয়াবলি- ২০
৫। ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব.) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা- ১০
৬। সাধারণ বিজ্ঞান- ১৫
৭। কম্পিউটার ও তথ্য-প্রযুক্তি- ১৫
৮। গাণিতিক যুক্তি- ১৫
৯। মানসিক দক্ষতা- ১৫
১০। নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন- ১০
মোট নম্বর: ২০০
বয়স: ৩০ বছরের বেশি নয়।
আবেদনের নিয়ম
আপনি কি ৪৪ তম বিসিএস এর জন্য আবেদন করতে আগ্রহী, তারপরে নিয়োগের বিজ্ঞাপনের নীতিগুলি বজায় রেখে আপন আবেদন জমা দিন? আবেদন করার আগে দয়া করে বিজ্ঞপ্তি চিত্রটি সতর্কতার সাথে চেক করুন। ৪৪ তম বিসিএস জব সার্কুলার অনলাইন আবেদনের নীচে আবেদন ফর্ম (অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন)
আগ্রহী প্রার্থীরা (http://bpsc.teletalk.com.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ৩১-০১-২০২২ তারিখে পর্যন্ত জমা দিতে পারবেন।
অনলাইন আবেদনের লিঙ্ক: আবেদন করতে এখানে ক্লিক করুন..
বিস্তারিত নিচের ৪৪ তম বিসিএস এর বিজ্ঞপ্তিতে দেখুন:






আগের বিশেষ বিজ্ঞপ্তির নোটিশ..
সংস্থার নাম: বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি)
পরীক্ষার নাম: ৪৪ তম বিসিএস পরীক্ষা (বিশেষ)
পদের নাম: জুনিয়র কনসালটেন্ট
মোট শূন্যপদ: ৪০৯
বয়স: ৫০ বছরের বেশি নয়
বিসিএস পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য
পরীক্ষার ধরণ: ভাইভা
পরীক্ষার নম্বর: ১০০
পাস নম্বর: ৫০
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:
বিজ্ঞপ্তির অফিশিয়াল লিঙ্কঃ ক্লিক করুন
টেলিটকের মাধ্যমে আবেদনের লিঙ্কঃ bpsc.teletalk.com.bd
আবেদনের শেষ তারিখ: জুলাই ২৭, ২০২১ ইং
বাংলাদেশ মোট ক্যাডার তালিকা
১৪ টি সাধারণ ও ১২ টি পেশাগত/কারিগরি, সর্বমোট ২৬ টি ক্যাডার রয়েছে।
সাধারণ ক্যাডার
- বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন)
- বাংলাদেশ সিভিল সার্ভিস (আনসার)
- বাংলাদেশ সিভিল সার্ভিস (নিরীক্ষা ও হিসাব)
- বাংলাদেশ সিভিল সার্ভিস (সমবায়)
- বাংলাদেশ সিভিল সার্ভিস (শুল্ক ও আবগারি)
- বাংলাদেশ সিভিল সার্ভিস (পরিবার পরিকল্পনা)
- বাংলাদেশ সিভিল সার্ভিস (খাদ্য)
- বাংলাদেশ সিভিল সার্ভিস (পররাষ্ট্র)
- বাংলাদেশ সিভিল সার্ভিস (তথ্য)
- বাংলাদেশ সিভিল সার্ভিস (পুলিশ)
- বাংলাদেশ সিভিল সার্ভিস (ডাক)
- বাংলাদেশ সিভিল সার্ভিস (রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক)
- বাংলাদেশ সিভিল সার্ভিস (কর)
- বাংলাদেশ সিভিল সার্ভিস (বাণিজ্য)
- বাংলাদেশ সিভিল সার্ভিস (ইকোনমিক) (বর্তমানে বিলুপ্ত)
প্রফেশনাল ক্যাডার
- বিসিএস (সড়ক ও জনপথ)
- বিসিএস (গণপূর্ত)
- বিসিএস (জনস্বাস্থ্য প্রকৌশল)
- বিসিএস (বন)
- বিসিএস (স্বাস্থ্য)
- বিসিএস (রেলওয়ে প্রকৌশল)
- বিসিএস (পশুসম্পদ)
- বিসিএস (মৎস্য)
- বিসিএস (পরিসংখ্যান)
- বিসিএস (কারিগরি শিক্ষা)
- বিসিএস (কৃষি)
- বিসিএস (সাধারণ শিক্ষা)
রিলেটেড সার্চঃ
৪৪ তম স্বাস্থ্য বিসিএস বিজ্ঞপ্তি, ৪৪ তম বিশেষ বিসিএস নোটিশ, ৪৪ তম বিসিএস সার্কুলার, www.bpsc.gov.bd ৪৪ তম বিসিএস।